পারমাণবিক ঘড়ি

সৌরজগত পেরিয়ে আরও সুদূরে যেতে পারবে নাসার পারমাণবিক ঘড়ি!

সৌরজগত পেরিয়ে আরও সুদূরে যেতে পারবে নাসার পারমাণবিক ঘড়ি!

আশা জাগাচ্ছে নাসার পারমাণবিক ঘড়ি। পরীক্ষার প্রথম ধাপ পেরিয়েছে এই যন্ত্র। আর তা উসকে দিচ্ছে সৌরজগতের বাইরে মহাকাশের দূরতম কোণে ভ্রমণের সম্ভাবনাকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০১৯ সালের জুনে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করার সময় তার ভিতরে রেখে দিয়েছিল‌ একটি ‘ডিপ স্পেস অ্যাটমিক ক্লক’।